আফগানিস্তানে পুরুষ সঙ্গী না থাকলে ভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনও ফ্লাইটেই দেশটির নারীরা বিমানে উঠতে পারবে না বলে নির্দেশ দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। গতকাল রোববার (২৭ মার্চ) দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, যে সূত্র থেকে তারা তথ্য পেয়েছেন, নিরাপত্তার আশঙ্কায় নিজেদের নাম প্রকাশে তারা আগ্রহী না। তারা বলেছেন, তালেবানের পূণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয় থেকে শনিবার দেশটির সব এয়ার লাইনসকে চিঠি দিয়ে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করে।
গত শনিবার কয়েকজন পুরুষ সঙ্গী ছাড়া নারীকে বিমানে উঠতে দেয়া হয়নি বলে জানায় তারা। তবে যেসব নারী পুরুষ সঙ্গী ছাড়া বিমানের টিকেট কেটে ফেলেছেন, তারা কেবল রোববার ও সোমবার ভ্রমণ করতে পারবেন। এর আগে তালেবান প্রশাসনের একজন মুখপাত্র বলেছিলেন, বিদেশে পড়তে যাওয়া নারীদের উচিত একজন পুরুষ স্বজনকে সঙ্গে নিয়ে যাওয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।