শিগগিরই নিজস্ব ডিজিটাল মুদ্রা চাল হতে যাচ্ছে ভারতে। নতুন অর্থ বছরের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া নিয়ে আসছে এই ডিজিটাল রুপি। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে দেশের বাজারে ক্রিপ্টোকারেন্সির পাল্টা হিসেবে আনা হবে এই ডিজিটাল রুপি। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সিতে ৩০ শতাংশ কর ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী ।
ইতোমধ্যে অর্থমন্ত্রীর এই ডিজিটাল রুপির ঘোষণাকে সমর্থন জানিয়েছে অনেকের তরফ থেকে। ব্যাংক বাজারের সিইও আদিল শেঠের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, হাতেগোনা কয়েকটি দেশে এই ডিজিটাল মুদ্রা চালু হয়েছে। ভারতও শীঘ্রই ব্লকচেইন মুদ্রা চালু করতে যাচ্ছে।
ডিজিটাল মুদ্রা চালু হলে দেশটির সব দিকে অর্থনীতির ওপর বিশাল প্রভাব ফেলবে। এমনকি দ্রুত সিবিসি এলে ব্লকচেইন, লোয়ার ওপেক্স ও দ্রুত এর সব সুবিধা পাওয়া যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।