সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত-সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী শনিবার (৯ জুলাই)।
বুধবার (২৯ জুন) আমিরাতের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়। স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
যদিও বাংলাদেশে বৃহস্পতিবার (৩০ জুন) চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে পবিত্র ঈদের তারিখ ঘোষণা করা হবে। উল্লেখ্য, ৩০ জুন বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
৩০ জুন চাঁদ দেখা না গেলে ১১ জুলাই পালিত হবে এবারের ঈদুল আজহা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।