ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ (পূর্বাচল)-তে চাকরির সুযোগ দিচ্ছে অ্যালয় গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড। প্রতিষ্ঠানটি বাণিজ্য মেলায় তাদের অ্যালুমিনিয়াম ফার্নিচারের প্যাভিলিয়নের জন্য বেশ কিছু সংখ্যক নারী বিপণন কর্মী নিয়োগ দেবে।
সুন্দরী, স্মার্ট ও নিখুঁত বাচনভঙ্গী সম্পন্ন প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে টেলিফোন নম্বরসহ বায়োডাটা, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি নিচের ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা: অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড, ৩৩৭/১/এ, ডি.আইটি. রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট: www.alloy-bd.com।
নির্বাচিতদের মেলা চলাকালীন সময়ের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে মেলায় কাজের যোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া যেতে পারে। স্থায়ী হলে সরকারি বিধি মোতাবেক সুযোগ সুবিধা প্রদান করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।