ভোলায় পুলিশ কনস্টেবল পদে ৩১ জন নিয়োগ পেয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২ টায় ভোলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
এ সময় তিনি জানান, ভোলা জেলায় ৬ জন নারীসহ মোট ৩৭ জনের বিপরীতে পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রাথমিকভাবে এক হাজার ৪৪৫ জন প্রার্থীর আবেদন গৃহীত হয়। প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই-বাছাই শেষে ৪১১ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হয়। সবশেষে ৩৭ জন প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। লিখিত এবং মৌখিক পরীক্ষায় মোট ৬০ নম্বরের মধ্যে ৫১.৩৩ পেয়ে প্রথম হয়েছেন ফাতেমা আক্তার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।