বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘দি সিটি ব্যাংক লিমিটেড’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্চেন্ট বিজনেস কার্ড শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ: অফিসার (মার্চেন্ট বিজনেস-কার্ডস)।

পদের সংখ্যা: নির্ধারিত না।

যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক বা মাস্টার্স পাস হতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছরের মধ্যে হতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীদের মধ্যে যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসনাল স্কিল থাকতে হবে। সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।

এছাড়াও অ্যানালিটিকাল ডিসিশন মেকিং/ জাজমেন্ট স্কিল থাকতে হবে। চাপ সামলে কাজ করার মানসিকতা থাকতে হবে। পদটিতে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হলে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা ও সিলেটে কাজ করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ১১ জানুয়ারি, ২০২২।