দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সেবা বাংলালিংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লিগ্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থী বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। তবে তা আবশ্যক নয়

আবেদনের যোগ্যতা
এলএলবি (অনার্স) পাস করতে হবে। তবে এলএলএম বা বার এট ল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
এছাড়া পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, টেলিকমিউনিকেশন আইন ও রুলস, আইপি আইন ও বাণিজ্য সংশ্লিষ্ট আইন বিষয়ে জানাশোনা থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা, টেক ইন্ডাস্ট্রিজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
পদের নাম: ম্যানেজার।
আবেদন যেভাবে: অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ জুলাই, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।