বেসরকারি বাণিজিক ব্যাক ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল ব্যাংকিংয়ে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র ম্যানেজার।
পদের সংখ্যা: নির্ধারিত না।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ব্যাংকের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। প্রার্থীদের পদ সংশ্লিষ্ট বিষয়ে ৮ বছর থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানে পারদর্শী ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারদর্শী হতে হবে। এছাড়াও চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর দেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৩ ডিসেম্বর, ২০২২