প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরির মেলা। আগামী ২৫ ও ২৬ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে।
রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দফতরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক সূত্রে জানা যায়, আসন্ন এ চাকরি মেলায় এরইমধ্যে নামকরা ২৫টির অধিক নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেছে।
এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, বিকাশ, আরএফএল, প্রাণ, সুপারস্টার, আনোয়ার গ্রুপ, ম্যারিকো, অ্যাপেক্স, লেক্সিকন, বিএসআরএম, রাইট সাইট এডুকেশনসহ অন্যান্য কোম্পানি।
২৫ ও ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির তৃতীয় ও চতুর্থ তলায় এ মেলা অনুষ্ঠিত হবে। একইসাথে এ দুদিন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালার মাধ্যমে চাকরি ও দক্ষতার দিকে একধাপ এগিয়ে যাবে এমন মনে করেন আয়োজকরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।