বাংলাদেশ থেকে লোক নিচ্ছে কুয়েত। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কুয়েতের সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির অধীনে ২০০ বাংলাদেশি নার্স নিয়োগ দেয়া হবে।
পদের সংখ্যা: ২০০ নার্স নেওয়া হবে। এর মধ্যে ১৫০ জন নারী ও ৫০ জন পুরুষ।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সরকারি, আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল বা প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা:
মাসিক বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকা। বছরে বেতন বৃদ্ধি ১০ ( প্রায় ৩ হাজার টাকা ) কুয়েতি দিনার। কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুযোগ দেয়া হবে। এছাড়াও চাকরিতে যোগ দেওয়ার পর শিক্ষানবিশকাল তিন মাস। বার্ষিক ছুটি ৩০ দিন। দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন। চাকরির চুক্তি তিন বছর। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো আসবাবসহ থাকা খাওয়া ও কর্মস্থলে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র, ট্রান্সক্রিপ্টসহ বোয়েসেলের দেয়া এই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর, ২০২২।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।