জাতিসংঘের অধীনে ইন্টারন্যাশনাল ইউএন ভলেন্টিয়ারস, বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ইউএনভি রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেশনস অফিসার।
পদের সংখ্যা : ১টি।
আবেদন যোগ্যতা
কমিউনিকেশনস, জার্নালিজম, ম্যাস মিডিয়া, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ফ্লিম স্ট্যাডিজ, সিনেমাটোগ্রাফি বা সমমান পর্যায়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাস্টার্স ডিগ্রি থাকা আবশ্যক। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফটো এডিটিং, ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজে পারদর্শী হতে হবে। ডিজিটাল কমিউনিকেশন ও ডেভেলপমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। পাবলিকেশন ও ব্র্যান্ডিং ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। এছাড়াও ইনফোগ্রাফি, ফ্যাক্ট-শিট, মাল্টি-মিডিয়া অ্যাসেট এর কাজে দক্ষ হতে হবে। ড্রাফটিং রিপোর্ট, নিউজ, স্টোরিজ তৈরিতে সিদ্ধহস্ত হতে হবে। স্থানীয় গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
আবেদন যেভাবে : ইউএন ভলেন্টিয়ারস এর ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইট থেকে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১ আগস্ট, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : বেতন প্রতিষ্ঠানের নীতমালা অনুসারে প্রদান করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।