বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ৩৮ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জবাবদ ১২ টাকাসহ মোট ১১২টা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
পদসমূহ
ওয়্যারহাউজ/ইয়ার্ড সুপারিনটেনডেন্ট: পদসংখ্যা- ৩৬, যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি, বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
ক্যাশিয়ার: পদসংখ্যা- ১, যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি, বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: মেডিকেল অ্যাটেনডেন্ট, পদসংখ্যা-১, যোগ্যতা: এইচএসসি পাস এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা, বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
আবেদনের উপায়
৭ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট ২০২২ পর্যন্ত চলবে আবেদন করা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।