নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড(এনসিসি ব্যাংক)। ব্যাংকটিতে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার।
কর্মস্থল: সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন: আলোচনা সাপেক্ষে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/ এমবিএ/ এমবিএম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন খাতে দুই বছর থেকে সাত বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো ব্যাংকের কেন্দ্রীয় পর্যায়ের ক্রেডিট ডিভিশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

যেভাবে আবেদন করবেন
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:৩১ জুলাই, ২০২২।