প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ২২ ক্যাটাগরির পদে মোট ৪৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদ সংখ্যা

* গ্রন্থাগারিক/গ্রন্থাগারিক কাম কাস্টোডিয়ান- ১টি।

* উচ্চমান সহকারী- ৩টি।

* সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ৩টি।

* হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/ক্যাশিয়ার- ৩টি।

* নকশা অংকনকারী- ১টি।

* সহকারী মডেলার- ১টি।

* আলোকচিত্রকার- ১টি।

* ইলেকট্রিশিয়ান- ১টি।

* সংরক্ষণ ফোরম্যান- ১টি।

* ড্রাইভার-১টি।

* রেফারেন্স সহকারী- ১টি।

* আলোকচিত্র মুদ্রাকর- ২টি।

* বুকিং সহকারী- ৪টি।

* ক্যাশ সরকার- ৩টি।

* ডেসপাস রাইডার- ১টি।

* ডুপ্লিকেটিং মেশিন অপারেটর- ১টি।

* লাইব্রেরি অ্যাটেনডেন্ট- ১টি।

* মিউজিয়াম অ্যাটেনডেন্ট- ৫টি।

* অফিস সহায়ক- ৫টি।

* কুক/বাবুর্চি- ২টি।

* সাইট অ্যাটেনডেন্ট- ৪টি।

* পরিচ্ছন্নতাকর্মী- ১টি।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://www.doa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ২৮ জুলাই ২০২২, সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট ২০২২, রাত ১২টা।