নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা সেনানিবাসে অবস্থিত শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে। প্রতিষ্ঠানটি স্কুলের প্রভাতি শাখায় একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।
স্কুল প্রভাতি শাখা (বাংলা ভার্সন)
পদের নাম: সহকারী শিক্ষক
পদ সংখ্যা: ২ (বাংলা-১ জন, জীব বিজ্ঞান-১ জন)।
যোগ্যতা: সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ সহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী। বিএড/এমএড, শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত, মহিলা ও শিক্ষকতায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর। পুরুষ প্রার্থীদের বিবাহিত হতে হবে।
বেতন স্কেল ও অন্যান্য সুযোগ সুবিধা: ১৬,০০০ টাকা। প্রতিষ্ঠানের নিয়মে উৎসাহ ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চাকরি স্থায়ী হলে ১০ শতাংশ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম: প্রার্থীর দরখাস্ত, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সত্যায়িত কপি, এক হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে ‘অধ্যক্ষ, শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ’-এর অনুকূলে পাঠাতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে প্রার্থীদেরকে এসএমএস এর মধ্যে জানানো হবে। খামের ওপর স্পষ্টাক্ষরে পদের নাম, বিষয় ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।