নি:শব্দতাকে নিজের সঙ্গি করে নিন।

চেষ্টা করবেন স্মার্ট উপায়ে ; অনেকেই চেষ্টা করতে করতে যখন দেখে যে আর হচ্ছে না তখন তারা চেষ্টা করাটা বন্ধ করে দেয়। আফসোস, তারা হয় জানে না যে, শেষ চেষ্টাটাই তার সফলতার শেষ ধাপটি ছিল।

থমাস এডিসনকে একবার তার ব্যর্থতার কথা জিজ্ঞেস করলে সে উত্তরে বলে ” আমি হারিনি। আমি শুধু ১০,০০০ টি উপায় বের করেছিলাম যেগুলো কাজ করেনি।”

অতীতকে হৃদয়ে রাখুন, যেন তা আপনার মগজকে নিয়ন্ত্রণ করতে না পারে।

“এ কাজটা করা ভালো না”

—আপনার গুরুজন আপনাকে এ উপদেশ দিয়েছেন। গুরুজনের কথা তাই বলে অন্ধবিশ্বাসে তার সব কথা বিশ্বাস করে পালন করার অভ্যাস ছেড়ে দিন। আবিষ্কার করুন কেন এই কাজটি খারাপ।

নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ রাখুন। কখন হাসতে হবে, মন খারাপ করতে হবে এগুলো খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। এ বিষয়তে অনেকেই পারদর্শী নন। এজন্য আমার প্রো টিপস আপনি ইমোশনলেস থাকুন। নহে হাসা, নহে ক্রন্দন। এতে আপনি অনেক বেশি রহস্যময় হয়ে উঠবেন।

মাস্টারবেশন ব্রেইন কে নিষ্ক্রিয় করে দেয় ধীরে ধীরে। কিছুটা ড্রাগের মতো। বন্ধ করে দিন।

আপনার গোল কি? সে বিষয়ে বই পড়ুন, ধারণা নেন।

সামাজিক মিডিয়ায় কমেন্ট করার চেয়ে পড়ুন বেশি।

উপরের দেয়া উপদেশগুলো পালন করার আগে গবেষনা করবেন কোনটা আপনার মানা দরকার আর কোনটা নয়।

এই কয়টা মানলেই তো জীবন পাল্টে যাবে। হ্যাঁ, আমি নিশ্চিত!!!