পৌরুষ /বিশেষ্য পদ/ পুরুষত্ব, পুরুষোচিত আচরণ ও ধর্ম, সাহসিকতা, দৃঢ়তা, পরাক্রম, তেজ, পুরুষকার।

নিয়ম-

সবসময় ঘড়ি পরুন।

আপনার জুতার যত্ন নিন।

বিনয়ী হন। আপনার অধীনস্তদের নিচু চোখে দেখবেন না, কখনো নিজের চাইতে বেশী ভাববেন না।

অন্যের চাইতে নিজের প্রতি কঠোর হন।

সঠিক সময় উপস্থিত হন।

অধিকতর পরিশ্রম করুন যতটা আপনি পারবেন বলে ভাবছেন।

সৎ সাহসী হোন।

কখনো অপচয় করবেন না- না টাকা, না খাবার, না আবর্জনা।


নিরবে যন্ত্রণা ভোগ করুণ ; আপনার যদি অভিযোগ করার শক্তি থাকে তবে উঠে দাঁড়ান, অপরের দুঃখ দূর করুণ।


অপরের প্রতি সহনশীল হোন, কিন্তু কখনো আপনার সহনশীলতা যেন অপর জনের লাঠি না হয় যা দিয়ে তিনি তার অধীনস্তদের আঘাত করবে।