পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক মেশিন কোনটি জানেন? অনেকেই হয়তো ইলন মাস্কের আবিষ্কারগুলোর কথা ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছেন। কিন্তু একটু নিজের দিকে তাকান তো। আপনার ব্রেইনকে কি অত্যাধুনিক মেশিন মনে হয় না?
বিজ্ঞানের সুক্ষ্ম সুক্ষ্ম বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের এই বিস্ময়কর মেশিনে প্রতিফলিত হচ্ছে, যা অনেকেরই অজানা। একটি সুপার কম্পিউটারের চেয়েও ব্রেইনের ক্ষমতা কয়েক গুণ বেশি।
একটু বুঝিয়ে বলা যাক। ধরুন একটি সুপার কম্পিউটার আপনাকে দেওয়া হলো। সুপার কম্পিউটার চিনেন তো। এই ধরনের কম্পিউটার সাধারণত বৈজ্ঞানিক গবেষণা কিংবা প্রকৌশল কাজে ব্যবহার করা হয়। বিশেষ শক্তিশালী এই কম্পিউটার আকারে অনেকটাই বড়। ভারতে ১টি থাকলেও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সুপার কম্পিউটার নেই।
আপনি এটি পেয়েও যেমন একে কোনো কাজে লাগাতে পারবেন না তেমনি মাথায় শক্তিশালী ব্রেইন থাকার পরও আমরা একে সঠিকভাবে কাজে লাগাতে পারি না। কারণ একে কীভাবে চালাতে হয় আমরা তা জানি না।
আপনি জানলে আরও অবাক হবেন আমাদের মস্তিষ্ক তিনটি ভাগে বিভক্ত। এগুলো হলো কনসিয়াস মাইন্ড, সাব কনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড।
আমরা ব্রেইনের শুধু কনসিয়াস মাইন্ডকেই চালাতে পারি। যদি আমরা ব্রেইনের তিনটি স্তরকেই চালাতে পারতাম তাহলে আমাদের কাছে সুপার পাওয়ার চলে আসত। বিজ্ঞান এমনটাই বলছে। তবে এই প্রসেস অনেকটাই দীর্ঘমেয়াদি।
আপনি একবারেই ব্রেইনের সবস্তরকে চালাতে পারবেন না। প্রথমে আপনাকে মেডিটেশনের মাধ্যমে সাব কনসিয়াস মাইন্ড পরে আনকনসিয়াস মাইন্ডকে উজ্জীবিত করতে হবে।
একদিনে বা এক মাসে তা সম্ভব নয়। যদি কোনো ব্যক্তিকে দেখেন সে ভবিষ্যতে কোনো ঘটবে এমন দুর্ঘটনা আগে থেকেই বলে দিতে পারছে বা আপনি মনে মনে কি ভাবছেন তাও ধারণা করে ফেলছে তাহলে বুঝবেন সে ব্রেইনের দ্বিতীয় স্তর আংশিকভাবে চালাতে পারে।
ব্রেইন সম্পর্কে অজানা তথ্য আসলে বলে শেষ করা যাবে না। আপনি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহী হলে ফ্রিউডস মডেল অব দি হিউম্যান মাইন্ড বইটি পড়তে পারেন। তার মতে এক জীবনে মানুষ সর্ব শক্তিময় ব্রেইনকে পেলেও তাকে কাজে লাগাতে পারে মাত্র ১০ ভাগ। বাকি ৯০ ভাগের ব্রেইনের পাওয়ার বিষয়ে অজানা থেকেই তার জীবনের ইতি ঘটে যায়। আর এ জন্যই হয়তো লালন আক্ষেপ করে বলেছিলেন, বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।