অনেক কিছুই আছে৷ এর অনেকগুলোকে একটা ইংরেজি শব্দ দিয়ে সামারাইজ করা যায়- Grovel. এর বাংলা হচ্ছে, পদলেহন। ব্রেক আপের পর অনেকেই এই কাজটি করেন। উনারা প্রাক্তনকে ছেড়ে সামনে এগুতে পারেন না। আমি জানি এই সামনে এগিয়ে যাওয়াটা কত কঠিন।
তো উনারা তখন বিভিন্নরকমভাবে গ্রভেলিং করতে থাকেন। বারবার যোগাযোগ করার চেষ্টা, প্রাক্তনের বন্ধু/বান্ধবীর মাধ্যমে রাজি করানোর চেষ্টা, নতুন অনেক প্রতিজ্ঞা, যেমন আগের বাজে স্বভাব পরিবর্তন, ইত্যাদি। অনেকসময় প্রাক্তনের মন গলে যায় এবং তারা ফিরে আসেন।
 
আরেকটা উপায় হচ্ছে অনেক সফল হয়ে যাওয়া। অনেকে ব্রেকাপের পর প্রাক্তনকে ফিরে পাবার চেষ্টা না করে নিজের জীবন নিয়ে চিন্তা করেন এবং প্রাক্তন তখন আবার ফিরে আসেন/আসার চেষ্টা করেন।
 
আমার ব্যক্তিগত মত হচ্ছে প্রাক্তনের সাথে নতুন করে সম্পর্কটা আর ঠিক জমেনা। কোন সংগত কারনেই ব্রেকাপ হয়েছে এবং এরপর আবার শুরু হলে তখন বিশ্বাসটা আর আগেরমত থাকেনা। আগে যেমন সর্বস্ব দিয়ে ভালোবাসা যেত সেটা আর করা যায়না।