১৪ ফেব্রুয়ারি আসছে “বিশ্ব ভালোবাসা দিবস”। যদিও এই ভালোবাসা দিবসটি শুধুমাত্র প্রেমিক যুগল বা দম্পতিদের জন্য নয়, সবার জন্য সব ধরণের সম্পর্কের জন্য, তারপরও প্রেমিক যুগল ও দম্পতিরাই বেশ উৎসাহের সাথে পালন করে থাকেন এই দিনটি। একটু বাড়তি ভালোবাসা প্রকাশ, একটু শপিং, গিফট, ১ টি ফুল বা চকলেট ইত্যাদি পাওয়ার আশায় বসে থাকেন কমবেশি সব মেয়েরাই। তাই ছেলেরা নিজেদের প্রেমিকা বা স্ত্রীকে কি উপহার দেবেন তা এখনই ঠিক করে ফেলুন।
💖একগুচ্ছ গোলাপ ও কার্ড🌹🌹
প্রেমিকার সাথে ডেটিংয়ে গেলে কিংবা অফিস শেষে বাসায় ফেরার সময় হাতে করে নিয়ে যান একগুচ্ছ গোলাপ ও ভালোবাসা মাখা একটি সুন্দর কার্ড। অনেক বেশিই খুশি হয়ে যাবেন সঙ্গিনী।
💖 জুয়েলারি পণ্য ⛓️⛓️
যে কোনো বয়েসি নারীরই সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে জুয়েলারি। শুধুমাত্র বয়স ভেদে জুয়েলারি তৈরির ধাতুর পরিবর্তন হয়। প্রেমিকা বা স্ত্রীকে দিতে পারেন নানা ধরণের জুয়েলারি নিজের বাজেটের সাথে মিলিয়ে। যদি বাজেট একটু বেশি থাকে তাহলে চলে যেতে পারেন ডায়মন্ড কিনতে। অনেক ছাড় দেয়া হচ্ছে এই ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিটি বিক্রয়কেন্দ্রে।
💖পছন্দের পারফিউম ♨️♨️
মেয়েরা অনেক পছন্দ করেন পারফিউম। কৌশলে জেনে নিতে পারেন তার পছন্দের পারফিউমের ব্র্যান্ড কিংবা আপনার পছন্দেই কোনো নামী ব্র্যান্ডের পারফিউম উপহার দিন সঙ্গিনীকে।
💖 চকলেট বক্স🍫🍫
যদিও মেয়েরা অনেক বেশি ফিগার সচেতন থাকেন তবুও চকলেটে তাদের কখনোই না থাকে না। তাই তাকে দিতে পারেন চকলেট বক্স অথবা নিজের পছন্দমতো বেশকিছু চকলেট কিনে বানিয়ে নিন পছন্দের চকলেট বক্স।
💖টেডি বিয়ার 🧸🧸
মাঝারি থেকে বড় আকারের টেডি বিয়ার কিনে দিতে পারেন প্রেমিকা বা নিজের স্ত্রীকেও। নিউমার্কেটে বেশ কম দামে বড় আকারের টেডি বিয়ার কিনতে পাওয়া যায়। তাই একটু বুদ্ধি খাটিয়ে সেখান থেকেই কিনে নিন সঙ্গিনীর পছন্দের জিনিসটি।
💖পছন্দের পোশাক👗👗
যদি সঙ্গিনীর দেহের মাপ জানা থাকে তবেই কিনে ফেলুন পোশাক। যে পোশাকে আপনি নিজের সঙ্গিনীকে দেখতে চান অথবা তার পছন্দের রঙের কোনো পোশাক কিনে উপহার দিতে পারেন অনায়েসেই।
💖সারপ্রাইজ ডিনার প্ল্যান 🍝🍝
ভালো কোনো রেস্টুরেন্টে টেবিল বুক করতে পারেন নিজের প্রেমিকা বা স্ত্রীর জন্য। অথবা ছেলেরা নিজের হাতে যা পারেন রেঁধে নিতে পারেন। এরচাইতে বেশি সারপ্রাইজ দেয়া কখনোই সম্ভব নয় নিজের সঙ্গিনীকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।