মশা কাদেরকে বেশি কামড়ায়? পুরুষ নাকি মেয়েদেরকে? কেউ বলে পুরুষকে, কেউ বলে মেয়েদেরকে। এ নিয়ে অনেক মতামত থাকলেও বিজ্ঞানীরা বলছেন, সাধারণত পুরুষদের ত্বকে মশাদের আকৃষ্ট করা উদ্বায়ী রাসায়নিক বেশি থাকে। তবে সেটা সব নারী-পুরুষের ক্ষেত্রে খাটে না। পুরুষ মশা আমাদের কামড়ায় না।
কারণ রক্ত তার খাদ্য নয়। কিন্তু স্ত্রী মশার ব্যাপার আলাদা, তার খাদ্য রক্ত। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন স্ত্রী অ্যানোফিলিস মশা ছেলেদের চেয়ে মেয়েদের বেশি পছন্দ করে, ফলে তাদের বেশি কামড়ায়। বিজ্ঞানীরা আরো বলেছেন, পুরুষ অপেক্ষা মেয়েদের ঘামের সঙ্গে কয়েক ধরনের অ্যামিনো অ্যাসিড বেশি পরিমাণে বেরিয়ে আসে।
মেয়েদের চামড়ায় ওই কয়েকটি অ্যামিনো অ্যাসিডের আধিক্য স্ত্রী মশাকে ছেলেদের চেয়ে মেয়েদের দিকেই বেশি আকর্ষণ করে। ফলে মেয়েদের তুলনামুলকভাবে মশার কামড় বেশি খেতে হয়। এ ছাড়াও এক ধরনের হরমোন মেয়েদের ঘামের ভেতর দিয়ে বেশি বেরিয়ে আসে। এ হরমোনের জন্যও মশা মেয়েদের গায়ে বেশি বসে। ফলে মেয়েরা মশার কামড়ও বেশি খায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।