কাউকে বশ করা মানে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ একজন স্বকীয়ভাবে যা করত, তা করতে না দেওয়া কিংবা যা করত না, তা করিয়ে নেওয়া। চিন্তাকেও বশ করা যায়। অনেক সময় যে বশীভূত, সে বুঝতে পারে না যে বশ হয়েছে।
- আন্তরিকভাবে প্রশংসা করুন।
- বিতর্কে না জড়িয়ে মানুষের সাথে সহমত পোষণ করুন।
- মানুষকে হাতে আনতে হলে তাকে টাকা ধার দিন তথা ঋণ দিন। যতদিন সে আপনার কাছে ঋণী থাকবে ততদিন সে আপনার বশীভূত হয়ে থাকবে।
- কাউকে বাগে আনতে হলে কিংবা বশীভূত করতে হলে তার উইক পয়েন্ট নিয়ে খেলতে হবে।
- কাউকে বাগে আনতে হলে কিংবা বশে আনতে হলে তার গোপন বিষয়গুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করুন।
- কারো বিরুদ্ধে যদি পুরনো সেনসিটিভ কোন মামলা থাকে- সেসব প্রকাশ্যে আনার মধ্য দিয়েও কাউকে বশে আনা যায়।
- ক্ষমতার লোভ এবং প্রতিপত্তির লোভ দেখিয়ে মানুষকে বশীভূত করা যায়।
- কাউকে বড় বড় স্বপ্ন দেখিয়ে ব্রেইনওয়াশ করেও বশীভূত করা যায়।
- মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে তাকে বশে আনা যায়।
- কাউকে বশে আনতে হলে তার মনস্তত্ত্ব নিয়ে খেলতে হবে।
- কাউকে বশে আনতে হলে সে যা যা পছন্দ অপছন্দ করে সে অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া দেখাতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।