বিয়ে একজনের কিন্তু কনের বাড়িতে বর সেজে হাজির হয়েছেন ৭০ জন বর! শুক্রবার (৬ জানুয়ারি) মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সঙ্গে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালির বিয়েকে স্মরণীয় করতে এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা।
বরযাত্রীর বাইকের বহরে সবাই শেরওয়ানি-পাগড়ি পরে বর সেজে একসঙ্গে ৭০ জন হাজির কনে বাড়িতে।
গেট আটকে বিপাকে কনে পক্ষ। কে আসল বর নেই বুঝার উপায়। আমার বিয়ে, আমার বিয়ে স্লোগান সবার। এক বরযাত্রীতে এত বর দেখে কনেপক্ষের অতিথিরাও অবাক হয়ে গিয়েছিলেন।
পরে বিষয়টি বুঝতে পেরে সেখানে সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।