বছরের যে কোনো সময়ে ব্ল্যাকহেডসের সমস্যা দেখা দিতে পারে। এটি নাকের পাশে, থুতনিতে এবং কপালে জায়গাগুলোকে কালচে করে ফেলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বক সঠিকভাবে পরিষ্কার না থাকার ফলেই ব্ল্যাকহেডস দেখা দেয়।
তেল-ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া ত্বকের ছিদ্র এবং মৃত কোষের সমষ্টি, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে কালো হয়ে যায়। ঘরোয়া পদ্ধতি ব্ল্যাক হেডস দূর করতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন।
আরোও পড়ুন: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই আজ
ডেটিং সাইটে ভুল তথ্য দেন ৮০ শতাংশ নারী-পুরুষ
১ লাখ ২০ হাজার টাকা বেতনে বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি
আসুন জেনে নিই-
মধু এবং কাঁচা দুধ: মধুর ত্বকের অনেক উপকার করে। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিন ভাল করে।
এই মিশ্রণটি মাইক্রোওয়েভে পাঁচ সেকেন্ড গরম করে আবার ঠান্ডা করে আক্রান্ত স্থানে পেস্টটি লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই পদ্ধতি প্রয়োগ করুন।
ওটমিল এবং দই: ত্বককে এক্সফোলিয়েট করতে ওটমিল দারুণ কার্যকর। দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে। ৪ টেবিল চামচ ওটমিল ভাল করে পিষে নিয়ে তাতে ২ টেবিল চামচ দই মেশান।
মিশ্রণটি কিছুক্ষণ বসতে দিন। তারপর এটি মুখে লাগান ভাল করে। যে সব জায়গায় ব্ল্যাকহেডস আছে সেখানে আলতো করে ৫ মিনিট ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।