কথায় আছে নারীর সৌন্দর্য নাকি তার ঘন কালো চুলে।আর সেই চুল যদি বাঁধা হয় লাল কোন ফিতায় তাহলে সেই নারীকে অপরুপ রুপবতী তো লাগবেই।
চলুন জেনে নেই লাল ফিতায় চুল বাধার নিয়ম
টপ বা কুর্তির সঙ্গে চুল খোলা রেখে নিচের দিকে ব্লো ডাই করে নিন। এবার সবুজ ও কমলা—এই দুই রঙের একটু মোটা ফিতা বেছে নিন। চুলের বাম দিকে সিঁথি করুন। এবার ডান দিকে চুলের সামনে দুই ফিতায় একসঙ্গে ফুলগেরো দিয়ে এভাবেই বাঁধতে পারেন চুল।
কামিজের সঙ্গে এমনভাবে বাঁধতে পারেন চুল। পেছনের দিকে চুলগুলো একটু পাফ করুন। এবার পাফ করা চুলগুলোকে মাথার তালু পর্যন্ত টুইস্ট করে নিন। টুইস্ট করা চুলের পেছনের অংশে দুই রঙের ফিতা পেঁচিয়ে এভাবে বাঁধুন বেণি।
এবার বেণি সাইডে কানের ওপরে অংশে আলাদা দুটি ফিতায় বাঁধুন ফুল। এভাবেই চুলের গোড়ায়ও বাঁধতে পারেন ফিতার ফুল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।