আপনার কি খরচের হাত খুব বেশি? যথেষ্ট আয়ের পরেও পকেটে থাকে না টাকা? মাসের শেষে কি টানাটানি শুরু হয়? তাহলে এখনই সতর্ক হন। কয়কটি সতর্কতার কারণে দ্রুত কমবে আপনার অপ্রয়োজনীয় খরচ।

এখন অনেকে যথেষ্ট আয়ের পরেও সেভিংসের দিকে মনোযোগ দিতে পারেন না। সঞ্চয় আপনাকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলবে। এছাড়াও হঠাৎ করে আর্থিক সংকটে পড়লে আপনাকে কিছুদিনের জন্যও চিন্তামুক্ত রাখবে সঞ্চয়। যাই হোক কিছু নির্দিষ্ট নিয়ম মানলে আপনাকে করতে হবে না বাজে খরচের চিন্তা। যা আপনাকে রাখবে চিন্তামুক্ত। চলুন জানা যাক কিছু নিয়ম।

নিজের হাতে টাকা রাখতে চাইলে এখনই অপ্রয়োজনীয় খরচের অভ্যাস বাদ দিন। অনেক মানুষই যথেষ্ট আয়ের ফলেও শুধুমাত্র নিজের বাজে খরচের অভ্যাসের জন্য সঞ্চয় করতে পারেন না। দ্রুত এই অভ্যাস সম্পর্কে সতর্ক হোন এবং নিজেকে পাল্টে ফেলুন।

অনেক মানুষই শৌখিন জিনিসপত্র কিনতে ভালবাসেন। কিন্তু শৌখিন জিনিসপত্র কেনার নেশায় তাদের খেয়াল থাকে না খরচের দিকে। ফলে প্রয়োজনের অতিরিক্ত খরচ হয়। এই অভ্যাস পাল্টে না ফেললে অতিরিক্ত খরচের জন্য ভুগতে হবে আপনাকে।

শৌখিন কেনাকাটার মতোই অপ্রয়োজনীয় খরচের কারণে ব্যয় হয় অতিরিক্ত টাকা। সুতরাং প্রয়োজনমতো খরচ করার চেষ্টা করুন।

অতিরিক্ত পার্টির কারণেও বহু মানুষ খরচ করেন অপ্রয়োজনীয় টাকা। এমন অভ্যাস থাকলে পালটে ফেলুন নিজেকে।

আপনি যদি নিজেকে নির্দিষ্ট খরচের মধ্যে বেঁধে রাখতে চান তাহলে এখনই তৈরি করুন নিজের জন্য একটি নির্দিষ্ট মাসিক বাজেট।

ধার করা বন্ধ করুন।