চুলের যত্নে নানান রকম প্রসাধনী ব্যবহার করলেও অনেক সময় চুল মনের মতো উজ্জ্বল এবং মসৃণ হয় না। তার মানে ধরে নিতে হবে আপনার চুলের প্রয়োজন বিশেষ যত্ন এবং পুষ্টি। তাই আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন চুলের যত্নে উপকারি ঘরোয়া এক প্রোটিন প্যাক। যা আপনার চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করতে সহায়তা করবে। চুলের যত্নে দারুণ এক প্রোটিন হেয়ার প্যাক হচ্ছে কলা এবং ডিমের তৈরি প্রোটিন হেয়ার প্যাক।

আরো পড়ুন: ক্ষমতাসীনরা জনতাকে ‘শুয়োরের বাচ্চা’ বলে : মোমিন মেহেদী

বিশ্ব নদী দিবস আজ

দারুণ এই প্যাকটি তৈরি করতে প্রথমেই একটি পাকা কলা ভালো করে চটকে নিন। এবার একটি ডিম কলার পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। চাইলে ডিমের পরিবর্তে টকদই-এর ব্যবহার করতে পারেন। হেয়ার প্যাকটি পুরো চুলে ব্যবহার করে অপেক্ষা করুন ২৫-৩০ মিনিট। এরপর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করার চেষ্টা করুন এই হেয়ার প্যাক। এতে করে আপনি পাবেন ঝলমলে এবং মসৃণ চুল।