ব্যক্তিত্ব (English: Personality ) বলতে পরিবেশগত ও শারীরিক উপাদানের প্রভাবে বিকশিত চারিত্রিক উদাহরণ আচরণ, বোধ, আবেগকে বুঝায়। মনবিজ্ঞানে ব্যক্তিত্ব হচ্ছে, কোনো একজনের মানসিক প্রক্রিয়া ও আচরণের এমন এক স্বতন্ত্র ধরন, যা কেবল তার মধ্যেই বিদ্যমান থাকবে যেটি কিনা অন্যদের কাছ থেকে সেই ব্যক্তিকে আলাদা করবে।
আপনি যেমন আপনার ব্যক্তিত্ব তেমনই–
আপনি কোথায় যান?
কি করেন?
কিভাবে পোশাক পরেন?
কিভাবে কথা বলেন?
কিভাবে উঠবস?
কিভাবে আচার- আচরণ করেন?
কীভাবে রিয়েক্ট করেন?
সবকিছু নিয়েই আপনার ব্যক্তিত্ব।
কাজেই আপনি জানার চেষ্টা করুন যে আপনার পছন্দ-
অপছন্দ কি?
আপনার আগ্রহ কোথায়?
আপনার শখ কি?
আপনি কখন আন্দোলিত হন?
কখন আপনি হাসেন?
কখন আপনি পুলকিত হন?
কখন আপনি বিচলিত হন?
কখন আপনি নড়বড়ে হয়ে যান?
এসব অনুসরণ করতে থাকুন। এসবের সম্মিলিত মিশ্রণই হলো আপনার ব্যক্তিত্ব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।