প্রায়ই শিশুদের যৌন নির্যাতনের কথা শোনা যাচ্ছে। অনেক সময় তারা এ ব্যাপারে কিছু বলা বা প্রতিবাদ করা করতে পারেন না। কিন্তু শিশুদের যৌন নির্যাতনের পরিণাম খুবই ভয়ানক হয়ে থাকে।
যৌন নির্যাতনের ফলে শিশুর মানসিক ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে খুব সহজেই। অথচ এইক্ষেত্রে শিশুদের মনের কথা বুঝতে অভিভাবকরা অগ্রগামী ভূমিকা রাখতে পারেন।
অভিভাবক একটু সচেতন হলেই শিশুর শারীরিক ও মানসিক কষ্ট অনেকটাই কমে আসতে পারে। চলুন জেনে নেয়া যাক কীভাবে বুঝবেন আপনার শিশু যৌন নির্যাতনের শিকার হচ্ছে।
যেভাবে শিশু যৌন নির্যাতনের শিকার হচ্ছে-
শিশুদের পক্ষে যৌন নির্যাতনের ব্যাপারটি বুঝে ওঠা সম্ভব হয় না। তাই যদি একটুও মনে হয় যে আপনার সন্তান কোনো রকম যৌন নির্যাতনের শিকার হচ্ছে তবে চিন্তা ভাবনা করে সময় নষ্ট করবেন না। আগে সতর্ক হন।
যদি আপনার সন্তানের শরীরে কোনো যৌন রোগের লক্ষণ দেখ যায়, অথবা শরীরে কালশিটে দাগ বা আঁচড়ের দাগ, তবে দেরি না করে দ্রুত জানার চেষ্টা করুন তার সাথে কিছু ঘটছে কিনা।
বিকৃত যৌনাচার অনেক সময়ই শিশুদেরকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। যেমন, হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া, খেলাধুলা, হাসি-ঠাট্টা না করা, বাবা-মাকে ছাড়া থাকতে না চাওয়া অথবা বিশেষ কিছু আত্মীয়ের কাছে যেতে না চাওয়াও ভাল লক্ষণ নয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।