নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঈদে যাত্রীদের বাড়ি যাওয়া ও বাড়ি থেকে আবার শহরে ফিরে আসা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে নৌযান মালিকরা যাতে পুরনো নৌপরিবহন না চালায় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। নৌ-প্রতিমন্ত্রী জানা, নির্ধারিত যে ভাড়া সেটাই যেন মালিকরা নেয়। বেশি যাত্রী যাতে না নেয়া হয় সে ব্যাপারে তদারকি করবে নৌপরিবহন মন্ত্রণালয়।

যারা এমনটা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে। এখন থেকে নৌপথে যাতায়াত করতে হলে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে। নৌপথে যাতায়াত করা আরও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাদের এনআইডি কার্ড নাই তারা জন্মসনদ দেখাবে। ঈদের ৫ দিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।