সিলেটের দক্ষিণ সুরমায় এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অর্থের অভাব নেই।

প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন দেশের কোনো রাস্তা যাতে অবহেলিত না থাকে সেটি যেনো খেয়াল রাখি। আমি তার দেওয়া দায়িত্ব থেকেই বলছি এ রাস্তা নির্মাণ করতে যতো টাকা লাগে ঢাকায় গিয়ে প্রক্রিয়া শুরু করবো।

প্রতিমন্ত্রী শনিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ থেকে ইনাত আলীপুর, মির্জানগর, মানিকপুর রাস্তা পরিদর্শন শেষে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাধীনতার ৫০ বছর পরও এ রাস্তাটির উন্নয়ন হয়নি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেরা নির্বাহী কর্মকর্তা স্মৃগ্ধা তালুকদার। এতে অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।