আগামী সোমবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ওই অনুষ্ঠানে অংশ নিতে শনিবার (২ এপ্রিল) ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে অংশ নেয়ার ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকের আলোচনায় গুরুত্ব পাবে তিনটি বিষয়।
এগুলো হচ্ছে- র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে আরও বেশি সুবিধা নিশ্চিত করা এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ফিরিয়ে দেয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে জোর দিতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া গুরুত্বপূর্ণ দুইটি চুক্তি আকসা ও জিসোমিয়া প্রসঙ্গেও আলোচনা হতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।