সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত অগ্রণী ভূমিকা রাখতে পারে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে খামার স্থাপন করলে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি বেকার সমস্যাও দূর হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কালীগঞ্জ, লালমনিরহাট কর্তৃক স্থানীয় তুষভান্ডার আর, এম, এম, পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে সঠিক পরিমাণে প্রাণিজ আমিষ গ্রহণ অপরিহার্য। এ প্রদর্শনীর মাধ্যমে আপামর জনসাধারণ প্রাণিজ খামার গড়তে আগ্রহী হবেন। এতে দেশের প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি যুবকদের কর্মসংস্থানও বাড়বে।

মন্ত্রী দেশের মানুষের ভাগ্যন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, সরকারের একমাত্র উদ্দেশ্য জনগণের জীবনমান উন্নয়ন। তিনি সরকারের এ উদ্দেশ্য বাস্তবায়নে সরকারি কর্মচারীদের পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালীগঞ্জ মো: আব্দুল মান্নান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী দিনের অপর একটি অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আদিতমারী, লালমনিরহাট-এর আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বোকরত্ব দূরীকরণে যুবকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান করে খামার স্থাপনে উৎসাহ প্রদানের জন্য প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনকে আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আদিতমারী জি আর সারোয়ার -এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল আলম ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো: মোশারফ হোসেন প্রমুখ।