গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১ মার্চ) সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে হেনা ইসলাম ডিগ্রি কলেজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশ ডিজিটালভাবে এগিয়ে যাচ্ছে। এতে তরুণরা আরও উদ্যোক্তা তৈরি হবে। গ্রামকে শহর করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন’। তাই ভবিষ্যতেও বার বার আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এসময় তিনি আরও বলেন, ‘এই দেশটি বঙ্গবন্ধু স্বাধীন করে গিয়েছিলেন বলেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। এখন আধুনিক প্রযুক্তিসহ শিক্ষা, সবক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন ঘটিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুধু সার্টিফিকেট প্রদান নয়, বর্তমান সরকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা চালু করেছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।