ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাকঘরকে প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।
ডাকঘর ডিজিটাইজেশনে সম্প্রতি প্রণীত ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’-এর পরামর্শ বাস্তবায়নের মাধ্যমে ডাকসেবার আমূল পরিবর্তনে কার্যক্রম শুরু হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
গতকাল সোমবার (১১ এপ্রিল) ঢাকার ডাক ভবন মিলনায়তনে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মন্ত্রী।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশব্যাপী ডাক বিভাগের বিস্তীর্ণ অবকাঠামো ও নেটওয়ার্ক দেশের বড় সম্পদ। এগুলো কাজে লাগাতে না পারলে আমরা কেউই দায় এড়াতে পারবো না। মানি অর্ডারের জায়গায় নগদ যেমন কাজ করছে তেমনি ডাকঘরকে ডিজিটাল যুগের উপযোগী করতে কোন জায়গায় কী কাজ করতে হবে তা নির্ধারিত হয়েছে।
এসময় নগদ-এর প্রযুক্তিগত দক্ষতা বিশেষ করে কেওয়াইসি পদ্ধতি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে দেশের প্রথম ও সফল একটি পদ্ধতি বলে উল্লেখ করেন মন্ত্রী। প্রান্তিক পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তিতে নগদ আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।