বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের দায়িত্বশীল কার্যক্রমই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্রুত কাজ করবে। তরুণদের জন্য কাজের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। শুধু চাকরির পেছনে না ছুটে কীভাবে অন্যকে চাকরি দেওয়া যায় তা নিয়ে ভাবার সময় এসেছে।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল গবেষণার জন্য অর্থ প্রদান করছে। আইসিটি বিভাগও স্টার্টআপ প্রকল্পে অর্থায়ন করছে। এ সুযোগ নিয়ে সহজেই তরুণ-তরুণীরা উদ্যোক্তা হতে পারে। গতকাল শুক্রবার (১৮ মার্চ) কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত শিক্ষায় আরও মনোনিবেশ প্রয়োজন। ডিজাইন থিংকিং বা স্ট্রাকচার্ড থিংকিং, ব্যবসায়িক যোগাযোগ, কৌশলগত গবেষণা, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং স্কেলআপ— আগামী প্রজম্মকে যোগ্য করে গড়ে তুলবে। আমাদের যুবশক্তি তত্ত্বের দিকে যতটা মনোনিবেশ করে, অনুশীলনে ততটা করে না। বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখতে হবে।