তুরস্ক থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিমানবন্দরে পৌছানোর সঙ্গে সঙ্গেই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) শফিউল আলম জুয়েল এক ফেইসবুক পোস্টে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি মহোদয় তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
উনি ঢাকার সিএমএইচ হাসপাতলে অবজারভেশনে আছেন। বর্তমানে উনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গত ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এরপর তুরস্ক সফরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।