মনিরামপুর প্রতিনিধি, মণিরামপুর যশোর:মনিরামপুর উপজেলায় খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা ,গনভোজ বিতরণ ২৭ শে আগস্ট শনিবার বিকাল সাড়ে চারটায় হেলাঞ্চী হাসপাতাল মোড় অনুষ্ঠিত হয়েছে।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শামছুর রহামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি,
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন,, জাতির জনক কোনও দল বা গোষ্ঠীর হতে পারে না। জাতির জনক সকল দলের, সকল মানুষের। আজকে যারা রাজনীতি করছে, সকলের উচিত জাতির জনককে মেনে নিয়ে রাজনীতি করা। তার অবদানকে স্বীকার করেই রাজনীতি করতে হবে।
তিনি বলেন, ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম রাজনৈতিক হত্যাকান্ড। জগতে আর কোনো হত্যাকান্ডে নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়নি, অবলা নারীকে হত্যা করা হয়নি, টার্গেট করা হয়নি অন্তঃসত্ত্বা নারীকে। সে সময় বিদেশে ছিলেন বলেই প্রাণে বেঁচে যান আমাদের আশার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। সেদিন তারা বেঁচে গিয়েছিলেন বলেই আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। হয়েছে যুদ্ধাপরাধের বিচার। কলঙ্কমুক্ত হয়েছে দেশ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মোমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান,মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী (বাচ্চু),তরুণ আওয়ামীলীগ নেতা বশির খান,মনিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ,ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,তরুন আওয়ামীলীগ নেতা সুপ্রিয় ভট্রচার্য্য শুভ,জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী,পিএস কবির খান,কাউন্সিলর আব্দুল কুদ্দুস,বাবু লাল চৌধুরী,আজিম উদ্দিন,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাষ্টার আব্দুর রহমান,আওয়ামী লীগ নেতা অশোক মল্লিক,হাফিজুর রহমান,সরদার ইকবল হোসেন, সাধন নন্দী,সাবেক কৃষকলীগ নেতা প্রভাষক মামুনুর রশীদ জুয়েল,ইউপি সদস্য প্রভাষক অজয় রায়,যুবলীগ নেতা তারক দেবনাথ, মাহাবুর রহমান, রাজু আহম্মেদ,সাবেক ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান ফয়সাল প্রমুখ।
ডি.জে হাসান/কলমকথা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।