তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলেই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারীর জলঢাকা ডিগ্রী কলেজ মাঠে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

গতকাল বিএনপির হারিকেন মিছিল নিয়ে বিদ্রুপাত্মক প্রশ্ন করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পরিবর্তে হারিকেন হলো কি না?

তবে জনগণের আশঙ্কা এই হারিকেন কখন যেন পেট্রোল বোমা হয়ে যায়। আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো কারও জন্য নির্বাচনী ট্রেন দাঁড়িয়ে থাকবে না। দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত এই কাউন্সিলের উদ্বোধন করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।