খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি। জরিমানা থেকে আরম্ভ করে, ইতোমধ্যে মামলাও হয়েছে।

কেউ কেউ হাইকোর্ট থেকে জামিনও নিতে হয়েছে৷ আমরা একেবারে মনিটরিংয়ের মধ্যে রাখি না, তা নয়। আমরা প্রচুর পরিমাণের মনিটরিং করছি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। চালের দাম নির্ধারণ করে দেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ট্যারিফ কমিশন আলাপ-আলোচনা করে যদি মনে করে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করবো।