সম্প্রতি বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যে মানবাধিকার প্রতিবেদন দিয়েছে তা বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। দেশটির কাছে এই প্রতিবেদনের ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এই কথা জানান।
শাহরিয়ার আলম বলেন, মার্কিন মানবাধিকার প্রতিবেদন বাস্তবতা থেকে যোজন যোজন দূরে। তারা ভুল তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। র্যাবকে দুর্বল করে দেওয়ার চেষ্টা বাংলাদেশ ভালোভাবে নেবে না বলেও জানান তিনি।
২০২১ সালের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ১৯৮টি দেশ ও অঞ্চলের চিত্র তুলে ধরে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেই প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে নানা চিত্র তুলে ধরা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।