আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসন মাঠে কাজ করবে। তারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া রমজানে সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে রংপুরে ক্যানসার হাসপাতাল স্থাপন করার জন্য নেওয়া প্রকল্প সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

টিপু মুনশি বলেন, তেল-ডাল-চিনিসহ অন্য আমদানিনির্ভর পণ্যের দাম ব্যবসায়ীরা যেন ইচ্ছেমতো বাড়াতে না পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ট্র্যারিফ কমিশন রয়েছে। ওই কমিশন আমদানির ব্যয়, ব্যবসায়ীদের লাভ ইত্যাদি বিবেচনা করে পণ্যের মূল্য নির্ধারণ করে এবং সেই দামেই ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করছেন।