তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশকে একটি মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তবে এ কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে এ জন্য ব্রতী হতে হবে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাছান মাহমুদ এ কথা বলেন। ঢাকা স্কুল অব ইকোনোমিকস ‘তারুণ্যে উদ্দীপ্ত বরেণ্য প্রবীণ বিদগ্ধজন ড. কাজী খলীকুজ্জামান আহমদ সংবর্ধনাগ্রন্থ’ অনুষ্ঠানের আয়োজন করে। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় সংবর্ধনাগ্রন্থের প্রকাশক ও সম্পাদকদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘খলীকুজ্জামানের মতো গুণীজনদের কাছ থেকে নতুন প্রজন্ম, সমাজের অনেক কিছু শেখার আছে। সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় গুণী মানুষদের সম্মান করতে হয়। …আশা করি, আরও অনেক বছর দেশে অর্থনীতি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে একটি সুষ্ঠু সমাজ গড়ার ক্ষেত্রে অবদান রাখবেন তিনি।’
অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমৃত্যু কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন কাজী খলীকুজ্জামান আহমদ। মানব উন্নয়নের জন্য উদ্যোক্তা তৈরি, পরিবেশবিদ ও উন্নয়নকর্মী তৈরিতে নিরলস কাজ করে যাবেন বলেও জানান এ বরেণ্য অর্থনীতিবিদ।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে এবং অর্থনীতিবিদ ও তথ্যপ্রযুক্তিবিশেষজ্ঞ অধ্যাপক মুহম্মদ মাহবুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক শফি আহমদ, অধ্যাপক শেখ ইকরামুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।