নিত্যপণ্যের দাম বাড়ানোয় জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু কোনো ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে পণ্য মজুত করে রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
নারী দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত ১৩ বছরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তুরস্কের চেয়ে আমাদের দেশের নারীরা কোনো অংশ পিছিয়ে নেই। বাংলাদেশে নারী সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার- সব কর্মক্ষেত্রেই তারা আছেন। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন হয়েছে তা পৃথিবীতে একটা উদাহরণ। নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যেই দেশের উন্নয়ন হয়। নারীদের ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। যে সব দেশে নারীরা পিছিয়ে সে সব দেশ উন্নয়ন-অগ্রগতিতেও পিছিয়ে। শেখ হাসিনার নেতৃত্বে নারীর উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।