বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ রায় বলেছেন,বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যা”েছ।
স্বাধীনতা বিরোধী চক্র দেশে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে।যারা সেদিন মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি, তারাই দেশের শান্তি বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে যা”েছ। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

রোববার বিকেলে যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া কুন্ডুপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্দির চত্ত্ধসঢ়;বরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এ সমাবেশ যৌথভাবে আয়োজন করে নারিকেলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপপরিষদ ও ৫ নং বিট অফিসার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে আরো উপ¯ি’ত ছিলেন বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ফিরোজ উদ্দীন, ওসি তদন্ত মকবুল হোসেন, ¯’ানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাগর মিয়া, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু,আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, মাদ্রাসা অধ্যক্ষ মওলানা ইয়াহিয়া আলী, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল। সম্প্রীতি সমাবেশ শেষে মন্দির কমিটির হাতে সিসিটিভি ক্যামেরা তুলে দেন এমপি রণজিৎ রায়। উল্লেখ্য দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বাঘারপাড়া উপজেলায় এবার ৯১টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থায়নে সিসিটিভি ক্যামেরা প্রদান করার উদ্যোগ নেন রনজিৎ রায়।