বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আসানির বাংলাদেশে আঘাত হানার কোন সম্ভবনা এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, আগামী ১২ মে ভারতীয় উপকূল হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বাংলাদেশে ঝড় বৃষ্টি হতে পারে তবে কোন ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হবে না।

রোববার (০৮ মে) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, গত ৪ মে ভারতের আন্দামানে সৃষ্ট ঝড় আসানি ধীরে ধীরে লঘুচাপ,

সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ এই চারটি স্তর পেরিয়ে আজ ভোড় ৬ টায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে ১১৭৫ কিলোমিটার ও কক্সবাজার থেকে ১২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টির গতি ঘন্টায় ৫৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে ধাপিত হচ্ছে। এটি ১২ মে ভারতের উড়িষ্যা, বিশাখাপট্টম, ভূবনেশ্বর ও পশ্চিমবঙ্গ হয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে। ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাত হানার কোন সম্ভবনা নেই।