আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গোটা জাতি জাতিই চায় পদ্মার সেতু শেখ হাসিনার নামে হোক। শেখ হাসিনার সাহসের সোনালী ফসলের নাম পদ্মা সেতু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের সবচেয়ে বড় উপহার পদ্মা সেতু। এটি কেবল পদ্মা পারাপারের সেতু নয়, এটি বাঙালি জাতির আত্মবিশ্বাস এমন উচ্চতায় প্রতিষ্ঠা করেছে যে আমরা যেকোনও অসাধ্য সাধন করতে পারি।
আর এই আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছেন আমাদের সৎ সাহসী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা– জাতির পিতার কন্যা। আর বেশিদিন নয় যেদিন The word ‘impossible’ কেবল ডিকশনারিতে পাওয়া যাবে, জীবনে নয়।
জুনেই এ সেতু চালু করা হবে। মঙ্গলবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনের কথা তুলে ধরে কাদের বলেন, শেখ হাসিনা না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না। জুনেই পদ্মা সেতু উদ্বোধন হবে উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না।
চূড়ান্ত তারিখ দিবেন জননেত্রী শেখ হাসিনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।