আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা মুজিবনগর কিংবা ৬ দফার মতো দিবস পালন করে না, তারা সত্যিকারে মুক্তিযোদ্ধা না, ছদ্মবেশী বর্ণচোরা।

রোববার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এমন মন্তব্য করেন। কাদের বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্কের কিছু নেই।

এ সময় অসাম্প্রদায়িক চেতনাকে শক্তিশালী করে বিজয়কে আরও সুসংহত করার শপথ নেয়ার কথাও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।