রোজাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মাঠে আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, কমিউনিস্ট পার্টির কিছু বামপন্থি নেতারা আজকে তারা হরতাল দিয়েছে। তাকে সমর্থন দিয়েছে বিএনপি ও কিছু ভূইফোঁড় দল। কেমন হরতাল হয়েছে ভাই? এর চেয়ে হেফাজতই ভালো।
হেফাজতই মতিঝিলে বিশাল সমাবেশ করতে পারে। আমার টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ কিংবা চিটাগাংয়ের কথা বাদই দিলাম। ঢাকা শহরেওতো একটা মানুষকে দেখলাম না হরতালের পক্ষে কথা বলে। মানুষ নির্বিঘ্নে কাজ করছে। ’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।