যশোর জেলার কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে ওরা পাঁচজন। পাটকাঠি ও নরমাল কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করেছে। সময় লেগেছে তিন ঘন্টা। আজ সোমবার সেই শহীদ মিনারে বাগানের বিভিন্ন ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

ওই পাঁচজনের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে। কেউ পড়ে প্রথম শ্রেণিতে কেউবা অষ্টম শ্রেণিতে। ওরা জানায়, স্কুলের শিক্ষক, অভিভাবক ও বড়দের কাছ থেকে শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে জেনেছে ওরা। তাই শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার বানিয়েছে।

পাঁচ কারিগর হলো মাহিম (৭), তোহা (২), হুমায়রা (২), শামীম (৭), এবং সার্বিক সহযোগিতা করেছে মো: ফাহিম ও শামীম

জানায়, সোমবার ওরা পরিকল্পনা করেই সকাল থেকে শহীদ মিনার গড়ার কাজে লেগে পড়ে। তিন ঘন্টার মধ্যেই গড়ে ওঠে শহীদ মিনার। সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তারা। পরে বড়রাও ফুল দেন।

মো: ফাহিম ও শামীম বলে, তাদের গ্রামের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হলে যেতে হয় তিন কিলোমিটার। তাই শহীদ মিনার তৈরি করেছে তারা। তাদের কাজ দেখে প্রথমে কেউ উৎসাহ না দিলেও পরে বাড়ির দাদি, মা, চাচি ও বড় ভাইবোনেরা সাহায্য করেছেন।

 

মো: ফাহিম বাবা ডা : বাইজিদ হোসেন বলেন, বিদ্যালয়গুলোতে একটি করে শহীদ মিনার থাকলে সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যেতেন। এতে শিশুরা দেশপ্রেমে উজ্জীবিত হতো।

গ্রামটির বাসিন্দা ও মাদরাসা শিক্ষকা মোছাঃ শায়েদা খাতুন বলেন, ‘এই শিশুদের দেশপ্রেম দেখে অভিভূত হয়েছি। মিনারটিতে প্রত্যেকের দেওয়া একেকটি ফুলে মিশে রয়েছে তাদের শ্রদ্ধা আর অগাধ ভালোবাসা।